আমি কেমন করে পত্র লেখি রে, বন্ধু-লিরিক্স | সাবিনা ইয়াসমিন (Folk Song)


 আমি কেমন করে পত্র লেখি রে, বন্ধু

আমার গ্রাম, পোস্ট অফিস নাই জানা
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা
আমি কেমন করে পত্র লেখি রে, বন্ধু
গ্রাম, পোস্ট অফিস নাই জানা
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা
হইতা যদি দেশের দেশি
আমি কেমন করে পত্র লেখি রে, বন্ধু

শ্রীচরণের হইতাম দাসী রে
হইতা যদি দাসের দেশি
শ্রীচরণের হইতাম দাসী গো
আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম, বন্ধু
মানতাম না কারও মানা
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা
আমার শুইলে না আসে নিদ্রা
ক্ষণে ক্ষণে জাগে তন্দ্রা গো
শুইলে না আসে নিদ্রা
ক্ষণে ক্ষণে জাগে তন্দ্রা গো
আমি স্বপন দেখে উঠি জেগে রে, বন্ধু
কেঁদে ভিজাই বিছানা
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা
কবি মনমোহনের মনের ব্যথা
বলা যায় না যথাতথা গো
সাধক মনমোহনের মনের ব্যথা
বলা যায় না যথাতথা রে
আমি কার কাছে বলিবো ব্যথা রে
বন্ধু, কেউ নাই আমার আপনা
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা
আমি কেমন করে পত্র লেখি রে, বন্ধু
গ্রাম, পোস্ট অফিস নাই জানা
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা


 কথাঃ মনমোহন দত্ত
কণ্ঠঃ সাবিনা ইয়াসমিন






Post a Comment

Previous Post Next Post