আমি চিরতরে দূরে চলে যাব ,
তবু আমারে দেব না ভুলিতে ।
আমি বাতাস হইয়া জরাইব কেশে ,
বেণী যাবে যবে খুলিতে ।।
তোমার সুরের নেশায় যখন
ঝিমাবে আকাশ কাদিবে পবন ,
রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে ঝুরিতে ।।
আসিবে তোমার পরমোৎসবে কত প্রিয় জন কে জানে ,
মনে পড়ে যাবে কোন সে ভিখারি পায়নি ভিক্ষা এখানে ।
তোমার কুঞ্জ পথে যেতে হায় !
চমকি থামিয়া যাবে বেদনায় ,
দেখিবে কে যেন মোরে মিশে আছে তোমার পথের ধূলিতে ।।