আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়-লিরিক্স | শরীফ উদ্দিন (Folk Song)


 আমার বন্ধু দয়াময়

তোমারে দেখিবার মনে লয়।
তোমারে না দেখলে রাধার
জীবন কেমনে রয় বন্ধুরে।।
কদম ডালে বইসারে বন্ধু
ভাঙ্গ কদম্বের আগা।
শিশুকালে প্রেম শিখাইয়া
যৌবনকালে দাগা রে।।
তমাল ডালে বইসারে বন্ধু
বাজাও রঙের বাশি।
সুর শুনিয়া রাধার মন
হইলো যে উদাসি রে।।
ভাই বেরাদার রমণ বলে
মনেতে ভাবিয়া।
নিভা ছিল মনের আগুন
কে দিল-ই জ্বালাইয়া রে।।






গান - আমার বন্ধু দয়াময়
শিল্পী :শরীফ উদ্দিন
অ্যালবাম : কোটি টাকার বউ
সঙ্গীত : আজাদ মিন্টু
গীতিকার :রাধা রমন

Post a Comment

Previous Post Next Post