আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনার ,
আমি শুনি যেন তার চরণের ধ্বনি
আমারি তিয়াসী বাসনায় ।।
আমারই মনের তৃষিত আকাশে
কাঁদে সে চাতক আকুল পিয়াসে ,
কভু সে চকোর সুধা – চোর আসে
নিশীথে স্বপনে জোছনায় ।।
আমার মনের পিয়াল তমালে
হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম ,
অশনি-আলোকে হেরি তারে
থির-বিজুলি-উজল অভিরাম ।।
আমারই রচিত কাননে বসিয়া
পরানু পিয়ারে মালিকা রচিয়া ,
সে মালা সহসা দেখিনু জাগিয়া
আপনারি গলে দোলে হায় ।।