এখন অনেক রাত-বাংলা লিরিক্সঃ
এখন অনেক রাত খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে তাই আমি বসে আছি দরজার ওপাশে, দরজার ওপাশে
এখন অনেক রাত
খোলা আকাশের নিচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে
আবেগি এমন রাতে
ভুল করে এই পথে
এসে যদি ফিরে যাও
আমায় না পেয়ে
ও আবেগি এমন রাতে
ভুল করে এই পথে
এসে যদি ফিরে যাও
আমায় না পেয়ে
তাই আমি বসে আছি
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে
চলে যাওয়া সেই পথে
ঝিরিঝিরি বাতাসে
আমার এই মন কাঁদে
তোমায় না পেয়ে
চলে যাওয়া সেই পথে
ঝিরিঝিরি বাতাসে
আমার এই মন কাঁদে
তোমায় না পেয়ে
তাই আমি বসে আছি
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে
এখন অনেক রাত
খোলা আকাশের নিচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে
এখন অনেক রাত
খোলা আকাশের নিচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে
Ekhon Onek Raat-Lyrics In English:
Ekhon onke raat
Khola akasher niche
Jiboner onek ayojon
Amay dekheche
Tai ami bose achi
Dorojar opase, dorojar o pase
Ekhon onke raat
Khola akasher niche
Jiboner onek ayojon
Amay dekheche
Tai ami bose achi
Dorojar opase, dorojar o pase
Abegi emon raate
Bhul kore ei pothe
Ese jodi phere jao
Amay na peye
O Abegi emon raate
Bhul kore ei pothe
Ese jodi phere jao
Amay na peye
Tai ami bose achi
Tai ami bose achi
Dorojar opase, dorojar o pase
Song Credit:
Song:Ekhon Onek Raat
গানঃ এখন অনেক রাত
Singer: Ayub Bachchu
শিল্পীঃ আইয়ূব বাচ্চু
Lyrics: Bappy Khan
Tune:Ayub Bachchu
Band Name:Love Runs Blind (LRB)