এ খাঁচা ভাঙ্গব আমি কেমন করে-লিরিক্স | খান আতাউর রহমান

এ খাঁচা ভাঙ্গব আমি কেমন করে


 এ খাঁচা ভাঙ্গব আমি কেমন করে।

দিকে দিকে বাজল যখন
শেকল ভাঙার গান
আমি তখন চোরের মত
হুজুর হুজুর করায় রত।
চাচা আপন বাঁচা বলে
বাঁচিয়েছি প্রাণ
আসলে ভাই একা একা
বাঁচার নামে আছি মরে
এ খাঁচা ভাঙ্গব আমি কেমন করে।।
শিল্পীঃ খান আতাউর রহমান

সুরকারঃ খান আতাউর রহমান

গীতিকারঃ খান আতাউর রহমান



Post a Comment

Previous Post Next Post