সুয়া উড়িলো উড়িলো জীবেরও জীবন-লিরিক্স | শীতালং শাহ (Folk Solk)


 সুয়া উড়িলো উড়িলো

জীবেরও জীবন
সুয়া উড়িলো রে....

লা-মোকামে ছিলাই সুয়া
আনন্দিত মন,
ভবে আসি পিঞ্জিরাতে
হইলা বন্ধন।।

পিঞ্জিরা থাকিয়া কইরলা
প্রেমেরও সাধন,
(হায় আল্লাহ) এখনো ছাড়িয়া যাইতে
না লাগে বেদন।।

তুমি নিজ দেশে যাইবে পাখি
ফুরিলে মেয়াদ
তোমার পিঞ্জিরা রহিবে খালি
হইয়া বরবাদ...

লা-মোকামে যাওরে পাখী
করিয়া গমন,
(হায়রে) পিঞ্জিরা যে কান্দে তোর
প্রেমেরও কারণ।।

শোনো শীতালং ফকিরে বলে
মনে আলাপন
আরে যাওয়ার সময়
যাও পাঙ্খি দিয়া দরশন।।

সুয়া উড়িলো উড়িলো
জীবেরও জীবন
সুয়া উড়িলো রে।

ও সুয়া উড়িলো রে।

গান : Shuya Urilo Urilo

সুয়া উড়িলো উড়িলো

গীতিকারঃ শীতালং শাহ

সুরকারঃ রাম কানাই দাস

চলচ্চিত্রঃ ঘেটু পুত্র কমলা



Post a Comment

Previous Post Next Post