শীতল বাতাসে দেখেছি তোমায়
মেঘমিলনে চেয়ে রাগ করো না
মন চাই তোমায় আজই রাতে
রাতেই ..রাতেই..
বৃষ্টি তো থেমেছে অনেক আগেই
ভিজেছি আমই একাই
আসতো যদি এই বিভীষিকা
খুঁজেও পেতে না আমায়
মেঘমিলনে চেয়ে রাগকরো না
মন চাই তোমায় আজই রাতে
রাতেই ..রাতেই..
ঝুম ঝুম পাতালি হাওয়া সাথী
খুজেছি শুধুই তোমায়
পিছাতে পারে নি ঝড়ো হাওয়া
খুঁজে নিয়েছি তোমায়
ভুলে গিয়েছি মন শত অভিমান
মন চাই তোমায় কাছে পেতে
মেঘমিলনে চেয়ে রাগকরো না
মন চাই তোমায় আজই রাতে
রাতেই …রাতেই...
Artist: Tanjib Sarowar.
Album: Meghomilon.
Vocal: Tanjib Sarowar & Shoma.
Lyric & Tune: Tanjib Sarowar.
Composer: Rafa.
Cinematographer: Mohd. Arifuzzaman.