শীতল বাতাসে দেখেছি তোমায়-লিরিক্স | Shitol batas dekhichi tomay | তানজীব ও সোমা

Tanjib

 শীতল বাতাসে দেখেছি তোমায়

মেঘমিলনে চেয়ে রাগ করো না
মন চাই তোমায় আজই রাতে
রাতেই ..রাতেই..
বৃষ্টি তো থেমেছে অনেক আগেই
ভিজেছি আমই একাই
আসতো যদি এই বিভীষিকা
খুঁজেও পেতে না আমায়
মেঘমিলনে চেয়ে রাগকরো না
মন চাই তোমায় আজই রাতে
রাতেই ..রাতেই..
ঝুম ঝুম পাতালি হাওয়া সাথী
খুজেছি শুধুই তোমায়
পিছাতে পারে নি ঝড়ো হাওয়া
খুঁজে নিয়েছি তোমায়
ভুলে গিয়েছি মন শত অভিমান
মন চাই তোমায় কাছে পেতে
মেঘমিলনে চেয়ে রাগকরো না
মন চাই তোমায় আজই রাতে
রাতেই রাতেই...

Artist: Tanjib Sarowar. Album: Meghomilon. Vocal: Tanjib Sarowar & Shoma. Lyric & Tune: Tanjib Sarowar. Composer: Rafa. Cinematographer: Mohd. Arifuzzaman.


Post a Comment

Previous Post Next Post