এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে-লিরিক্স | Eto Kosto Lage Kano Antore | James

Eto Kosto  | James

 এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্নার কবিতা

তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে, আঁকি ব্যাথার ছবিটা ।।
পাবো হায় সুখের দেখা কি!
নিঃসঙ্গ এই আমি একাকী ।।
কেউ জানে কি, কেউ জানে কি,
কতটা আমি আজ একাকী ।।
কি ঝড়ে পড়েছি, একাকী মরেছি, গিয়েছি ভেঙ্গেচুরে
পৃথিবী জানে না, হৃদয়ও মানে না, হয়েছি ভবঘুরে ।।
পাবো হায় সুখের দেখা কি!
নিঃসঙ্গ এই আমি একাকী ।।
কেউ জানে কি, কেউ জানে কি,
কতটা আমি আজ একাকী ।।

Song: Eto Kosto Movie: Warning - ওয়ার্নিং Singer: James Music: Shouquat Ali Imon Lyrics: Kabir Bakul Motion Graphics: Anup Kumar Biswas



Post a Comment

Previous Post Next Post