আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান
সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ
আমার মায়ের আদেশ, বাবার মতো গাইতে হবে গান
সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ
শিল্পীর ঘরে জন্ম, তাই শিল্পী হয়েছি
সংগীতটাকে সারাজীবন সঙ্গী করেছি
জীবনে যত দুঃখ, যত কষ্ট পেয়েছি
সুরের মাঝে ডুবে গিয়ে সবই ভুলেছি
এই গানই আমার জীবন-মরণ
গানই যেন প্রাণ
আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান
সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ
বাবা যেন আজও স্বর্গে বসে গাইছে সেই গান
যে গান শুনে সঁপেছিল মা বাবাকে মন ও প্রাণ
কোনোদিন এই কণ্ঠ যদি কখনো থেমে যায়
সেইদিন যেন মরণ এসে আমাকেও নিয়ে যায়
এই গানই আমার জীবন-মরণ
গানই যেন প্রাণ
আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান
সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ
আমার মায়ের আদেশ, বাবার মতো গাইতে হবে গান
সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ
কন্ঠঃ এন্ড্রু কিশোর
কথা ও সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
কথা ও সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
Song: Amar Babar Mukhe ( Remake )
Singer: Andrew Kishore
Lyricist & Composition By: Ahmed Imtiaz Bulbul
Music Re-Arrangement By: Rocket Mondal
Movie: Noyoner Alo
Director: Belal Ahmed
Producer: Shahnaz Sultana
Production: Shahnaz Flims
Label: Anupam