ভালবেসে গেলাম শুধু ভালবাসা পেলাম না(Bhalobeshe Gelam Sudhu)-লিরিক্স | সোনালী দিনের গান

ভালোবেসে গেলাম শুধু


ভালোবেসে গেলাম শুধু-বাংলা লিরিক্সঃ

ভালোবেসে গেলাম শুধু
ভালোবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পূরণ হলো না
ভালোবেসে গেলাম শুধু
ভালোবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পূরণ হলো না

কারো আশার তরী হায় রে
পায় খুঁজে কিনারা
নিরাশারই আঁধার আমার
করে শুধু ইশারা

কারও আশার মালাখানি
কণ্ঠেতে শোভা পায়
আমার আশার ফুলগুলো সব
ঝরে ঝরে পড়ে যায়
কেন জানি না আমি
কেন জানি না
ভালোবেসে গেলাম শুধু
ভালোবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পূরণ হলো না
চোখের কাছে সুখের পাখি
খাঁচায় ধরা দিলো না
এত কথা বোঝে পাখি
মনের কথা বুঝলো না

আপন করে ভাবলাম যারে
সে তো দূরে সরে রয়
সেই না ব্যথার বিষে হৃদয়
তিলে তিলে হয় রে ক্ষয়
এত দিনে বুঝলাম আমি
কেউ কারো নয়
ভালোবেসে গেলাম শুধু
ভালোবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পূরণ হলো না
ভালোবেসে গেলাম শুধু
ভালোবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পূরণ হলো না
ভালোবেসে গেলাম শুধু

Bhalobeshe Gelam Shudu-Lyrics In English:

Bhalobeshe gelam shudu 
Bhalobasa pelam na
Asai asai din je gelo 
Asa puron holo na

Bhalobeshe gelam shudu 
Bhalobasa pelam na
Asai asai din je gelo 
Asa puron holo na
Karo asar tori hai re
Pai khuje kinara
Nirashar e adhar amar
Kore shudhu a isara
Karo asar mala khani
Konthete shova pai
Amar asar phol gulo shob
Jhore jhore pore jai

Keno jani na 
Ami keno jani na
Bhalobeshe gelam shudu 
Bhalobasa pelam na
Asai asai din je gelo 
Asa puron holo na

Song Credit:


Post a Comment

Previous Post Next Post