তোরা দেখ, তোরা দেখ, তোরা দেখ রে চাহিয়া
চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া
তোরা দেখ, দেখ, দেখ রে চাহিয়া
রাস্তা দিয়াই হাঁইটা চলে রাস্তা হারাইয়া
তোরা দেখ, তোরা দেখ, তোরা দেখ রে চাহিয়া
চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া
হাতের কাছে এইতো মানিক
সামনে এসে দাঁড়ায় খানিক
হাতের কাছে এইতো মানিক
সামনে এসে দাঁড়ায় খানিক
আবার, আবার অন্য দিকে যায় চলে সে
মুখটি ফিরাইয়া
তোরা দেখ, তোরা দেখ, তোরা দেখ রে চাহিয়া
চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া
তোরা দেখ, দেখ, দেখ রে চাহিয়া
রাস্তা দিয়াই হাঁইটা চলে রাস্তা হারাইয়া
ইষ্টিশনে আসলো গাড়ি
উঠতে হবে তাড়াতাড়ি
ইষ্টিশনে আসলো গাড়ি
উঠতে হবে তাড়াতাড়ি
ও পাগল, ও পাগল সঙ্গে আছে টিকিট
তবু পায় না খুঁজিয়া
তোরা দেখ, তোরা দেখ, তোরা দেখ রে চাহিয়া
চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া
তোরা দেখ, দেখ, দেখ রে চাহিয়া
রাস্তা দিয়াই হাঁইটা চলে রাস্তা হারাইয়া
এই বাজারে আনাগোনা
না করিলেও বেচাকেনা
এই বাজারে আনাগোনা
না করিলেও বেচাকেনা
মহাজন, মহাজন ছাড়বে না তো খাতায় দেনা
রাখবে লিখিয়া
তোরা দেখ, তোরা দেখ, তোরা দেখ রে চাহিয়া
চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া
তোরা দেখ, দেখ, দেখ রে চাহিয়া
Song:Tore Dekh Dekhre Chahiya
Singer:Andrew Kishore (এন্ড্রু কিশোর)
Lyrics: Syed Samsul Hoque
Tune: Alam Khan
Music :Alam Khan
Movie Name:Boro Valo Lok Chilo
Cinematography :Kazi Bashir
Editing :Israil Talukdar
Story and dialogue :Syed Samsul Hoque
Producer :Akanda Sanwar Morshed
Director :Mohammad Mohiuddin
Label : G Series