তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি-Lyrics | Tomay dilam bhubon dangar hasi | তপু ও ন্যান্সি

সোনার মেয়ে, তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি

তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি-Lyrics

সোনার মেয়ে,
তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি,
তোমায় দিলেম মধ্যদিনের,
টিনের চালের বৃষ্টি রাশি,
আরও দিলাম রৌদ্রধোয়া সবুজ ছোঁয়া
পাতার বাঁশি।
মুখে বললাম না, বললাম না রে ভালবাসি।
সোনার মেয়ে,
তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি।

হারাবো হৃদয় টানে, ভালবাসার একটু মানে
ইচ্ছে করছে দুজন মিলেই খুঁজি,
আবেগে মেঘের ভেতর, পৃথিবীর সব আদর,
তুমি হবে আমার ভেবে দুচোখ বুজি।

প্রজাপতি হৃদয়টাই আমাতে নেই,
এ যে কি হল আমার, কোথায় আমি ভাসি।
তোমাকেই,
তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি।
তোমাকে,
তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি।

সোনার মেয়ে,
তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি।
তোমাকে,
তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি।
তোমায় দিলেম মধ্যদিনের,
টিনের চালের বৃষ্টি রাশি,
আরও দিলাম রৌদ্রধোয়া সবুজ ছোঁয়া
পাতার বাঁশি।
মুখে বললাম না, বললাম না রে ভালবাসি।
তোমাকে,
তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি।
সোনার মেয়ে,
তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি।


Artist : Prince Mahmud Feat. Topu & Nancy Album : Oporajita Lyric,Tune & Music : Prince Mahmud Video Direction : Towhidur Rahman Rubel Label : Agniveena



Post a Comment

Previous Post Next Post