সবার জীবনে প্রেম আসে,
তাইতো সবাই ভালবাসে।
প্রথম যারে লাগে ভাল,
যায় না ভুলা কভু তারে।
এই মনে যত কথা বলার ছিল,
চোখের ভাষাতে বলা হল,
এই পথে যেতে যেতে দেখা হল,
এ দুটি হৃদয় আরো কাছে এল।
প্রেমের সৃতি যেন সুখের কাঁটা,
যায় না ভোলা কভু তারে।
সবার জীবনে প্রেম আসে,
তাইতো সবাই ভালবাসে।
প্রথম যারে লাগে ভাল,
যায় না ভুলা কভু তারে।
সবার জীবনে প্রেম আসে।
প্রেম হলে বারে আরো প্রেমের নেশা,
প্রেমিক বোঝে শুধু প্রেমের ভাষা।
প্রেম আছে বলে আছি অনেক আশা,
বুকের গভীরে বাধে বাসা।
প্রেমের ছবি যদি প্রাণে আঁকি
যায় না মোছা কভু তারে।
সবার জীবনে প্রেম আসে,
তাইতো সবাই ভালবাসে।
প্রথম যারে লাগে ভাল,
যায় না ভুলা কভু তারে।
সবার জীবনে প্রেম আসে।
Song: Sobar jibone Prem Ashe (সবার জীবনে প্রেম আসে)
Cast: Moushumi & Ilias Kanchan
Singer: Andrew Kishore & Rizia Parveen
Lyrics:Moniruzzaman Monir
Music: Alam Khan
Movie: Vangchur
Director: Siddik Jamal Nantu
Producer: Siddik Jamal Nantu
Production: Nantu Movies
Language: Bangla
Label: Anupam