সবাই তো ভালবাসা চায় কেউ পায় কেউবা হারায়-Song Lyrics | Andrew Kishore & Sabina Yasmin

 

Sobaito-valobasa-chai-song-lyrics

সবাই তো ভালবাসা চায়

কেউ পায় কেউবা হারায়
তাতে প্রেমিকের কী আসে যায়
সবাই তো ভালবাসা চায়

কতকাল কত সাধনায়
তারে একদিন কাছে পাওয়া যায়।।
(ঐ) ফুল চায় গানে গানে ফাগুন আসুক
অলি চায় রঙে রঙে ফুলেরা হাসুক।
আমি চাই তুমি আস
চুপি চুপি ভালবাস, এই নিরালায়।।

(ঐ) নদী চায় বাড়ে বাড়ে সাগর ডাকুক
তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক।
আমি চাই তুমি ডাক
পথ চেয়ে বসে থাক, আমারই আশায়।

Song: Sobaito Bhalobasa Chay (সবাই তো ভালবাসা চায়) Cast: Shabana & Jasim Singer: Andrew Kishore & Sabina Yasmin Lyricist: Gazi Majharul Anwar Composer: Alam Khan Movie: Surrender Director: Jahirul Haque Producer: Saiful Islam Chowdhury Production & Distribution: Nantu Mintu Production Label: Anupam

শিল্পীঃ সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর
সুরকারঃ আলম খান
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার




Post a Comment

Previous Post Next Post