রোদের আলোয় মুখরিত-Song Lyrics | Ragini | Rodoshi Isfar Fatemi


 রোদের আলোয় মুখরিত 

পথ জুড়ে তোমার বিস্তৃত ছায়া,
মেঘে ঢাকা তোমার হাসি
এক দূর্লভ দৃশ্য, অদ্ভুত এক মায়া। 

তোমার গান যেন এক ছলনা হায় 
অদ্ভুত অপরূপ,
তোমার মাঝে স্বর্গসুখ পেয়েছি হায় 
এক অনন্য সুখ। 

তোমার রঙে রোদ ঝলমলে
বসন্তের সুবাস তোমায় ছুঁলে,
তোমার জন্য এক গুচ্ছ মালতী 
তোমার সাথে শত ফাগুন বাকি। 
Rodoshi Isfar Fatemi
Photo: Facebook

তোমার জন্য ভুলচুক আঁকাআঁকি
তুমি আমার আঁধারের সাঁঝবাতি,
তোমার সুরে আমি ডুবুরি 
তুমি আমার লুকোনো রাগিণী। 

তোমার বলা কথাগুলো 
যেন বৃষ্টির আওয়াজ,
আমি নিস্তব্ধ। 
তোমার চোখের গড়ন যেন 
এক অপরূপ নকশা,
আমি মন্ত্রমুগ্ধ।

•Music, Lyrics and Mixed by Rodoshi Isfar Fatemi Mastered by Rodoshi Isfar Fatemi and Wrivu Mustafa Acoustic Guitar by JR Sumon Piano and Bass Guitar by Wrivu Mustafa Harmonies by Rodoshi Isfar Fatemi and Wrivu Mustafa


Post a Comment

Previous Post Next Post