পড়েনা চোখের পলক
কি তোমার রূপেব় ঝলক
পড়েনা চোখেব় পলক
কি তোমার রূপের ঝলক
দোহাই লাগে মুখটি তোমার
একটু আঁচলে ঢাকো
আমি জ্ঞান হারাবো
মরেই যাবো
বাঁচাবে পারবেনা কো
আমি জ্ঞান হাব়াবো
মব়েই যাবো
বাঁচাবে পাব়বেনা কো
ও... পড়েনা চোখের পলক
কি তোমার ব়ূপেব় ঝলক
কাজল কালো ঐ দু'টি চোখ
ও চোখে যাদু আছে
চোখের আড়াল হতে গেলেই
পড়ে যাই চোখের কাছে
গোলাপ রাঙা ঠোঁটে তোমার
মায়াবী মধুর হাসি
একটু হেসেই পরাতে পারো
হাজারো গলায় ফাঁসি
সবাই তোমায় চাইতে পারে
নিজেকে লুকিয়ে রাখো
আমি জ্ঞান হারাবো
মরেই যাবো
বাঁচাবে পারবেনা কো
ও আমি জ্ঞান হাব়াবো
মব়েই যাবো
বাঁচাবে পাব়বেনা কো
ও পড়েনা চোখের পলক (আহ্)
কি তোমাব় ব়ূপেব় ঝলক
রেশমনরম তোমার চুলে
একটু শীতল বাতাস
পাগল এ মন পাবার আশায়
করছে যেন হুতাশ
পূর্ণিমা চাঁদ অঙ্গ তোমার
অঙ্গে সোনার জ্যোতি
একেই বলে অপরূপা
অপূর্ব রূপবতী
তোমায় নিয়ে অনেক বিপদ
এ বুকের মাঝে থাকো
আমি জ্ঞান হারাবো
মরেই যাবো
বাঁচাবে পারবেনা কো
ও আমি জ্ঞান হাব়াবো
মরে যাবো
বাঁচাবে পাব়বেনা কো
পড়েনা চোখের পলক
কি তোমার রূপেব় ঝলক
এই, পড়েনা চোখেব় পলক
কি তোমার রূপের ঝলক
দোহাই লাগে মুখটি তোমাব়
একটু় আঁচলে ঢাকো
আমি জ্ঞান হারাবো
মরেই যাবো
বাঁচাবে পাব়বেনা কো
ও আমি জ্ঞান হাব়াবো
মব়ে যাবো
বাঁচাবে পাব়বেনা কো
পড়েনা চোখের পলক (আহ)
কি তোমাব় ব়ূপের ঝলক
পড়েনা চোখের পলক লিরিক্স :
Pore Na Chokher Polok
Ki Tomar Ruper Jholok
Song: Porena Chokher Polok (পড়েনা চোখের পলক)
Cast: Riaz & Ravina
Singer: Andrew Kishore
Lyricist & Composition: Ahmed Imtiaz Bulbul
Movie: Praner Cheye Priyo
Director: Mohommod Hannan
Production: Mass Media
Language: Bangla
Label: Anupam