দিল আমার কিছু বোঝেনা (Dil amar kichu bojhe na-Lyrics ) | তানজীব ও মেঘলা

দিল আমার কিছু বোঝেনা

 দিল আমার কিছু বোঝেনা

ও দিল আমার 
দিল আমার কিছু বোঝেনা ।।
দিল ডাকিয়া
দিল ডাকিয়া কয় মোরে
এক নজর তোরে দেখি বসিয়া
লইয়া যাইয়ো দিল দেশে
কইও কথা নিশিতে
হলুদিয়া ফুলবনে
আসমু সাজি দিল টানে
ওরে ও দিলওয়ালি 
তোর চোখের পানি
সইতে নারে পারি
ওরে ও চাঁদমুখি 
মন চান্দের হাসি
পাগলা বীণের বাঁশি
ডাকিও ডাকিও 
ভিন দেশে ডাকিও
উড়ালে নামিব উঠানে
আসিও আসিও
পিঁড়িতে বসিয়ো
দিল দিয়া ভালবাসিমু

কণ্ঠ-তানজীব ও মেঘলা 
সুর ও কথা - তানজীব সারোয়ার
সংগীত - সাজিদ সরকার

Song : Dil Amar Singer : Tanjib Sarowar Lyric & Tune : Tanjib Sarowar Music : Sajid Sarker



Post a Comment

Previous Post Next Post