আমার ছিপ নৌকোয় এসো, ও ‘অন্য মেয়ে’
আড়াল দেয়াল রেখোনা
আমার ছিপ নৌকোয় এসো, ও ‘অন্য মেয়ে’
লাজুক লিরিক আর কল্পনা
আমার ছিপ নৌকোয় এসো, ও ‘অন্য মেয়ে’
দেখ চোখের তারায় জলকণা
আমার ছিপ নৌকোয় এসো, ও ‘অন্য মেয়ে’
দেখ লাজুক লিরিক, কল্পনা
আরণ্যক পৃথিবী এক; সে সবার মতো নয়
তাই লাজুক লিরিকগুলো অগুছালোই রয়
অদ্ভুত তার ভুলগুলো, চোখের তারায় ফুলগুলো
উদাস হাওয়ায় উড়ে আনমনা
আমি অতি সাধারণ, অনিন্দ্য কিছু নই
তোমার দেখার চোখটাই অবাক; তাই এমন মনে হয়
অদ্ভুত এই ভুলগুলো, চোখের তারার ফুলগুলো
উদাস হাওয়ায় উড়ে আনমনা
তোমার ছিপ নৌকোয় যাবে, সেই ‘অন্য মেয়ে’
তুমিও আড়াল রেখোনা
লাজুক লিরিক আর কল্পনা
আমার ছিপ নৌকোয় এসো, ও ‘অন্য মেয়ে’
দেখ চোখের তারায় জলকণা
আমার ছিপ নৌকোয় এসো, ও ‘অন্য মেয়ে’
দেখ লাজুক লিরিক, কল্পনা
শিল্পীঃ কনা, তাহসান
অ্যালবামঃ খেয়াল পোকা
সুরকারঃ প্রিন্স মাহমুদ
গীতিকারঃ প্রিন্স মাহমুদ
Song : Chip Nouko (ছিপ নৌকো)
Singer : Tahsan & Kona
Lyric, Tune & Composition : Prince Mahmud
Album : Kheyal Poka
Video : Prekkha Griho tahsan
Language : Bangla
Label : G Series