বুকেরই ভেতরে গভীর করে
লিখেছি তোমাকে কত আদরে,
সবুজের সাঁতারে, মেঘ ছোঁয়া পাহাড়ে
নির্বাক দেখি মুগ্ধ আহারে।
আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা
ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা,
আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা
ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা।
প্রিয়তমা ..
আকাশের কবিতায়, আছো কি যে মায়ায়
ভালোবেসে তোমাকে, বাতাসে লিখে যায়।
আকাশের কবিতায়, আছো কি যে মায়ায়
ভালোবেসে তোমাকে, বাতাসে লিখে যায়।
হৃদয় জুড়ে প্রিয় উপমা ..
আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা
ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা,
আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা
ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা।
জীবনের মাঝটায়, ঘোর লাগা পুরোটায়
মনে মনে অন্তরে, তোমাকে বুনে যায়।
জীবনের মাঝটায়, ঘোর লাগা পুরোটায়
মনে মনে অন্তরে, তোমাকে বুনে যায়।
অনেক কথাই আছে জমা ..
আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা
ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা,
আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা
ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা।
-------------------------------------------------
Bukeri vetore govir kore
Likhechi tomake koto adore
Sobujer satare megh chowa pahare
Nirbak dekhi mugdho ahare
Akashe akashe jwalo purnima
Title : Govire
Lyrics : Zahid Akbar
Tune & Music : Sajid Sarker
Singer : Rehaan Rasul & Priyanka Gope
Movie: Priyotoma. (প্রিয়তমা)
Directed by Himel Ashraf,
Produced by Arshad Adnan (Owner of Versatile Media).
Cast: MEGASTAR Shakib Khan, Idhika Paul,
Shahiduzzaman Selim, Lutfor Rahman George,
Donn, Shahid Un Nabi, Elina Shammi & many more.