অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেয়ো না-Lyrics | Ashru Diye Lekha a gaan | Sabina Yasmin

Bengali Movie song lyrics

 অশ্রু দিয়ে লেখা এ গান

যেন ভুলে যেয়ো না
একই বন্ধনে বাঁধা দু'জনে
এ বাঁধন খুলে যেয়ো না
অশ্রু দিয়ে লেখা এ গান
যত সুর ছিল প্রাণে
সবই দিয়েছি তোমায়
বিনিময়ে তোমারে শুধু
চিরদিন যেন কাছে পাই
যত সুর ছিল প্রাণে
সবই দিয়েছি তোমায়
বিনিময়ে তোমারে শুধু
চিরদিন যেন কাছে পাই
মালা চন্দনে রাঙা এইখানে
কখনো ফেলে যেয়ো না
অশ্রু দিয়ে লেখা এ গান
যেন ভুলে যেয়ো না
একই বন্ধনে বাঁধা দু'জনে
এ বাঁধন খুলে যেয়ো না
অশ্রু দিয়ে লেখা এ গান
ওই ফুলবনে পাখি
আজ মন জুড়ে যেন গায়
এই হাত জড়ানো হাতে
চিরদিন যেন ওগো রয়
ওই ফুলবনে পাখি
আজ মন জুড়ে যেন গায়
এই হাত জড়ানো হাতে
চিরদিন যেন ওগো রয়
মধু কুমকুমে, নব মৌসুমে
কখনো দলে যেয়ো না
অশ্রু দিয়ে লেখা এ গান
যেন ভুলে যেয়ো না
একই বন্ধনে বাঁধা দু'জনে
এ বাঁধন খুলে যেয়ো না
অশ্রু দিয়ে লেখা এ গান
যেন ভুলে যেয়ো না
একই বন্ধনে বাঁধা দু'জনে
এ বাঁধন খুলে যেয়ো না
অশ্রু দিয়ে লেখা এ গান

Song: Ashru Diye Lekha ( অশ্রু দিয়ে লেখা এ গান) Cast: Razzak & Sujata Singer: Sabina Yasmin Lyricist: Dr. Mohammad Moniruzzaman Composer: Ali Hossain Movie: Ashru Diye Lekha Director: Kamal Ahmed Produce & Production: Jupitar Films Label: Anupam



Post a Comment

Previous Post Next Post