আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
পরান আমার রয়না পরানে।।
প্রেমের ধরণ কেন গো এমন
কাছে না পেলে তোমায় লাগে যে কেমন।।
বিরহে পুড়িয়া অন্তর খাঁটি করিয়া।।
পাবে যে সুখ মিলনে
তুমি আমার সুখগো জীবনে
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
ফুলের বাহার নদীর জোয়ার
রূপের মাধুরীতে আছে গো তোমার।।
তোমারি কারণে রঙ্গে রঙ্গে যতনে।।
সেজেছি আজ ফাগুনে
তুমি আমার ফাগুন জীবনে
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
শিল্পীঃ রুনা লায়লা,এন্ড্রু কিশোর
Song: Ami Ekdin Tomay (আমি একদিন তোমায় না দেখিলে)
Cast: Diti & Afzal Hossain
Singer: Runa Laila & Andrew Kishore
Lyricist: Moniruzzaman Monir
Music: Alam Khan
Movie: Dui Jibon
Director: Abdullah Al Mamun
Producer: Sayed Ekramulla Roton
Production: Chetona Chalachitra
Copyright & Distributed By Anupam Recording Media