আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে-বাংলা লিরিক্সঃ
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সাত সাগর আর ১৩ নদী পাড়ে
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সাত সাগর আর ১৩ নদী পাড়ে
ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
দেখে এলেম তারে
সাত সাগরের পাড়ে
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সে এক রূপকথারই দেশ
ফাগুন যেথা হয় না কভু শেষ
রূপকথারই দেশ
ফাগুন যেথা হয় না কভু শেষ
তারারই ফুল পাঁপড়ি ঝরায়
যেথায় পথের ধারে
দেখে এলেম তারে
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সাত সাগর আর ১৩ নদী পাড়ে
ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
দেখে এলেম তারে
সাত সাগরের পাড়ে
সেই রূপকথারই দেশে
যে রঙ আমি কুড়িয়ে পেলেম প্রাণে
যে রঙ আমি কুড়িয়ে পেলেম প্রাণে
সুর হয়ে তাই ঝরে আমার কানে
তাই খুশির সীমা নাই
বাতাসে তার মধুর ছোঁয়া পাই
তাই খুশির সীমা নাই
বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই
জানি না আজ হৃদয় কোথায়
হারাই বারে বারে
সাত সাগরের পাড়ে
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সাত সাগর আর ১৩ নদী পাড়ে
ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
দেখে এলেম তারে
সাত সাগরের পাড়ে
Amar Swapne Dekha Rajkonna thake-Lyrics In English:
Song Credit:
Song : Amar Swapne Dekha Rajkanya
গান : আমার স্বপ্নে দেখা রাজকন্যা
Movie : Sagarika
Artist : Shyamal Mitra
Music Director : Robin Chatterjee
Lyricist : Gauri Prasanna Mazumder
Theme : Love
Release : 1956
Director : Agragami
Label : Angel Digital
আরও সোনালী দিনের গানের লিরিক্সঃ
তোমাকে চাই শুধু তোমাকেই চাই-লিরিক্স
আমার বুকের মধ্যেখানে-লিরিক্স
আমার মন বলে তুমি আসবে-লিরিক্স
কি ছিলে আমার বলনা তুমি-লিরিক্স
বধু বেশে কন্যা যখন এলো রে-লিরিক্স
হায়রে মানুষ রঙ্গীন ফানুস-লিরিক্স
কি যাদু করিলা পিড়িতি শিখাইলা-লিরিক্স
তুমি বন্ধু আমার চির সুখে থাকো-লিরিক্স
সে যে কেন এলো না-লিরিক্স
একটু হেসে বল না আপা-লিরিক্স
প্রেমের সমাধি ভেঙ্গে-লিরিক্স
আমি ধন্য হয়েছি ওগো ধন্য-লিরিক্স
আমার মতো এতো সুখি-লিরিক্স