তোমার ইচ্ছে গুলো,ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো ,
আমার ভালো লাগা , ভালোবাসা ,
তোমায় দেবো আরো ।
তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো ,
তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো ।
তোমার স্বপ্ন গুলো আমার চোখে
হচ্ছে জড়সড় ।
তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো ,
আমার ভালো লাগা , ভালোবাসা ,
তোমায় দেবো আরো ।
তোমার আবেগ মাখা খামখেয়ালী
আঁটছে আমার পিছু ,
আমার আসা যাওয়ার পথের বাঁকে
পাইনি অন্য কিছু ।
তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো ,
তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো ।
তোমার স্বপ্ন গুলো আমার চোখে
হচ্ছে জড়সড় ।
তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো ,
আমার ভালো লাগা , ভালোবাসা ,
তোমায় দেবো আরো ।
আমার হৃদয় যেন বানভাসি হয়
তোমার স্রোতের টাণে
আমি তোমার কাছে যাবোই যাবো
একলা থাকার দিনে ।
তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো ,
তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো ।
তোমার স্বপ্ন গুলো আমার চোখে
হচ্ছে জড়সড় ।
তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো ,
আমার ভালো লাগা , ভালোবাসা ,
তোমায় দেবো আরো ।
তোমার ইচ্ছে গুলো লিরিক্স :
Tomar icche gulo, icche gulo
Tomar ichche gulo icche hole
Amay dite paro
Amar bhalo laga bhalobasha
Tomay debo aaro
Tumi haat-ta shudhu dhoro
Ami hobo na aar kaaro
Tomar shopno gulo amar chokhe
Hocche joro-shoro
Tomar abeg makha kham-kheyali
Haatche amar pichu
Amar asha jawa pother baake
Paini onno kichu
Amar hridoy jeno ban-vashi hoy
Tomar sroter taane
Ami tomar kache jaboi jabo
Ekla thakar dine
Song: Icche Gulo (ইচ্ছে গুলো)
Singer : Kona and Akassh Sen
Lyric: Sharif Al-Din
Tune: Nazir Mahamud
Music: Musfiq Litu
Album: Icche Gulo
Label: Central Music and Video [CMV]
Released Date: 27-04-2017