সরি দীপান্বিতা (Sorry Dipannita)-লিরিক্স | নাটকের গান

Sorry Dipannita

সরি দীপান্বিতা-বাংলা লিরিক্স:

সময় যখন মরুর ঝড়ে
 মন হারায় কেমন করে

আমি তখন যোজন দূরে
একাকীসঙ্গী মৌনতা
আকাশ যখন আঁধার ভীষণ
এক ফোঁটা জল চেয়েছে মন
অবহেলায়অপমানে
পেয়েছে রিক্ত শূন্যতা

সমান্তরাল পথের বাঁকে
তোমার পথের দিশা থাকে
সে দিশা খোঁজে তোমাকে
দীপান্বিতা
গাছের সবুজ পাতার ফাঁকে
তোমার ছোঁয়া মিশে থাকে
সে ছোঁয়া খোঁজে তোমাকে
দীপান্বিতা

তুমি নীল আকাশ আপন করেছো
হঠাৎ কোন কালেকে জানে!
স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছো
কোন সে জাদুতেকে জানে!

আমি ছিলাম তোমার পাশে
তোমার আকাশ ভালবেসে
সে বিশালে খুঁজেছি একটুকু ঠাঁই
তাও মেলেনি তা
হঠাৎ যখন ছুটির খেলা
মেঘে মেঘে অনেক বেলা
তখন সে ক্রান্তিকালে ধুম্রজালে
খুঁজছো যে বৃথা

অশান্ত মন,বোঝাই কাকে?
হারিয়ে চাইছি তোমাকে
হাতছানি দিয়ে যে ডাকে
স্মৃতির পাতা
নদীর শেষেআকাশ নীলে
স্বপ্নগুলো মেলে দিলে
তারা বলে সবাই মিলে
"দীপান্বিতা"

শোনো নারূপসীতুমি যে শ্রেয়সী
কি ভীষণ উদাসীপ্রেয়সী
নানানানানানা
জীবনের গলিতে গানের কলিতে
চাইছি বলিতে, "ভালোবাসি"

চোখের জলেরই আড়ালে
খেলা শুধুই দেখিয়েছিলে
যন্ত্রণারই আগুন নীলে
পুড়েছি যেবোঝনি তা
অভিমানে চুপটি করে
এসেছি তাই দূরে সরে
বোঝাতে চেয়েও পারিনি
তাই বোঝাতে লুকোনো কথা

ইট-পাথরের শহরে
গাড়ি-বাড়ির  বহরে
খুঁজছে  মন ভীষণ করে
দীপান্বিতা
জীবন যখন থমকে দাড়ায়
স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়
তৃষ্ণা বুকে বৃষ্টি হারায়
দীপান্বিতা

কল্পনারই আকাশ জুড়ে
নানা রঙে লোকের ভীড়ে
দু'চোখ বুজেও স্বপ্ননীড়ে
দীপান্বিতা
তুমি আমার চোখের ভাষা
তুমি আমার সুখের নেশা
তুমি আমার ভালোবাসা
দীপান্বিতা

Sorry Dipannita-Lyrics In English:

 Somoy jokhon moruer jhare 
E mon harai kemon kore

Ami tokhon jojon dure 
Ekaki songi mounota

Akash jokhon adhar vison 
Ek phota jol cheyse mon

Oboheray, opomane
Peyeche riktto sunnota

Somantoral pother bake
Tomar pother disha thake 
Se disha khoje tomake
Dipannita..

Gachar sobuj patar phake 
Tomar choya miche thake
Se choya khoje tomake 
Dipannita....


শিরোনামঃ মেঘ জমে আছে মন কোণে

কন্ঠঃ তারিফ, সিফাত
কথা ও সুরঃ স্বরাজ দেব


Song: Dipannita Drama: Sorry Dipannita Singer: Tarif & Shifat Composer: Shkahawat Ornok Lyric & Tune: Swaraj Deb Director: Swaraj Deb DOP: Yeasin, Ahsanul Islam Mizan Editor: Jahangir alam Cast: Jibon, Nafia,Preva, Anas, Tasfia, Shuvo,Rayhan Production: Raj Films Music Label: Tiger Media



Post a Comment

Previous Post Next Post