Meye tumi ekhono amay bondu | মেয়ে, তুমি এখনও আমায় বন্ধু ভাবো কি? (তপু)

মেয়ে, তুমি এখনও আমায়   বন্ধু ভাবো কি?


Meye tumi ekhono amay -Lyrics In Bangla:

 মেয়ে, তুমি এখনও আমায় 

বন্ধু ভাবো কি? 

কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে

একটুখানি বেশি? 

নাকি ভেবে নেবো 

আজও তুমি আমায় চেনো নি?

ভালো লাগে না, 

তোমায় একথা বলেছি বার বার

তোমার মন ভেঙে যাবে ভেবে 

এসেছিলাম আমি আবার 

সবই ছিলো ভালোবাসা, 

বুঝলেনা বুঝলেনা 

বুঝতে যদি দেখতে আমায় 

লাগছে অচেনা 

হাসছি আমি বলছি কথা, 

ভাবছো দেখি না তোমায় 

তুমি আমার হৃদয়ে আর 

দূর থেকে তাকিয়ে দেখায় 

ক্ষণিকের বন্ধুরা [

যখন আর থাকবেনা 

খুঁজে দেখো পাবে আমায়, 

আমি সেই চির চেনা 

তুমি আমি দিয়েছি পাড়ি 

দুজনে এপার ওপার

সবই আমার স্বপ্ন আর 

সুখের ছবি কল্পনার 

জানি তুমি আমায় এখনো 

চিনতে পার নি 

ভালোবেসে ডাকবে যখন,

আসবো তখনি 

মেয়ে, তুমি এখনও আমায় [

বন্ধু ভাবো কি? [b

কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে 

একটুখানি বেশি? 


Meye tumi ekhono amay

bondhu bhabo ki?

Kokhono ki bhebechhile bondhur cheye

ektukhani beshi?

Naki bhebe nebo

ajo tumi amay cheno ni? 

Bhalo lage na,

Tomay ekotha bolechhi bar bar

Tomar mon venge jabe vebe

esechilam ami abar

Shobi chhilo bhalobasha,

bujhlena bujhlena

Bujhte jodi dekhte amay

lagchhe ochena. 

Hashchhi ami bolchhi kotha,

bhabchho dekhina tomay

Tumi amar hridoye ar

dur theke takiye dekhay

Khoniker bondhura

jokhon ar thakbena

Song Information:

Song - Meye Artist - Topu Album - Bondhu Bahabo Ki





Post a Comment

Previous Post Next Post