যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো
বল বল আরো বল লাগছে মন্দ নয়
জীবনের এই স্বপ্ন ও গো সত্যি যেন হয়।।
কত দিন আমায় ভালবাসবে, মনে রাখবে
ও গো যত দিন চন্দ্র সূর্য থাকবে
যদি ঘর ভাঙ্গা ঝড় আসে, কভু আসে
আমি সেদিনও রইবো তোমার পাশে
বল বল আরো বল লাগছে মন্দ নয়
জীবনের এই স্বপ্ন ও গো সত্যি যেন হয়।।
তুমি নদী হলে আমি হবো সাগর
সেই মোহনায় গড়বো মিলন বাসর
তারপর বল কী হবে, কী হবে
না না বলবো না লজ্জা পাবো তবে
বল বল আরো বল লাগছে মন্দ নয়
জীবনের এই স্বপ্ন ও গো সত্যি যেন হয়।
Song: Jodi Bou Shajo Go
Cast: Bulbul Ahmed & Babita
Singer: Runa Laila & Khurshid Alam
Lyricist: Masud Karim
Music: Subol Das
Movie: Wada
Director: Hafiz Uddin
Production: Troyi Chitrom
Label: Anupam