আগুনের কথা বন্ধুকে বলি দুহাতে আগুন তারো- Song Lyrics | Hridoyer Kotha | হৃদয়ের দাবি | সন্জীব চৌধুরী

আগুনের কথা বন্ধুকে বলি

 আগুনের কথা বন্ধুকে বলি

দুহাতে আগুন তারও,
কার মালা হতে খসে পড়া ফুল
রক্তের চেয়ে গাঢ়
আগুনের কথা বন্ধুকে বলি
দুহাতে আগুন তারও,
কার মালা হতে খসে পড়া ফুল
রক্তের চেয়ে গাঢ়
যার হাতখানি পুড়ে গেলো বধু
আঁচলে তাহারে ঢাকো,
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো
একজন ডাকে দূরবর্তীকে
মাস্তুলখানি দোলে
মুক্তার লোভে কে হায় ডুবুরি
ঝিনুকের মালা খুলে
একজন ডাকে দূরবর্তীকে
মাস্তুলখানি দোলে
মুক্তার লোভে কে হায় ডুবুরি
ঝিনুকের মালা খুলে
কে হায় বসিয়া অঙ্গ ভরিয়া
গোধূলির মায়া মাখো,
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো
পাতালের মেয়ে সূর্য চেনে না
আঁধার তাহার ভাই,
প্রজাপতি বলে বুকে নাও তারে
আলোয় তারে সাজাই
কে তবে জ্বালায় ছায়ার শিখাটি
কার মুখ চেয়ে থাকো,
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো
জলের ঝিয়ারি তিন ভাগ জলে
মিশিয়ে দিয়েছি বালি,
বালিয়াড়ি ডাকে কাছে আয় তবে
পাতালে আগুন জ্বালি
পথ ছুটে যায় যার আঙিনায়
সেই পথ মেলে নাকো,
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো
একজন ডাকে দূরবর্তীকে
মাস্তুলখানি দোলে,
মুক্তার লোভে কে হায় ডুবুরি
ঝিনুকের মালা খুলে।
একজন ডাকে দূরবর্তীকে
মাস্তুলখানি দোলে
মুক্তার লোভে কে হায় ডুবুরি
ঝিনুকের মালা খুলে
কে হায় বসিয়া অঙ্গ ভরিয়া
গোধূলির মায়া মাখো,
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো
রাখো
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো।

Credit:
Sanjeeb Choudhury



হৃদয়ের দাবি
সুরঃ সন্জীব চৌধুরী
কথা: কামরুজ্জামান কামু



Post a Comment

Previous Post Next Post