হারানো হিয়ার নিকুঞ্জ পথে (Harano Hiyar Nikunjo Pothe)-স্বরলিপি | নজরুলগীতি


হারানো হিয়ার নিকুঞ্জ পথে


হারানো হিয়ার নিকুঞ্জ পথে-লিরিক্সঃ 


হারানো হিয়ার নিকুঞ্জ পথে 
কুড়াই ঝরা ফুল একেলা আমি,
তুমি কেন হায় আসিলে হেথায় 
সুখের স্বরগ হইতে নামি।
হারানো হিয়ার নিকুঞ্জ পথে 
কুড়াই ঝরা ফুল একেলা আমি।। 

চারিদিকে মোর উড়িছে কেবল
শুকানো পাতা মলিন ফুল দল,
চারিদিকে মোর উড়িছে কেবল
শুকানো পাতা মলিন ফুল দল,
বৃথাই কেন হায় তব আঁখিজল 
ছিটাও অবিরল দিবস-যামী,
হারানো হিয়ার নিকুঞ্জ পথে 
কুড়াই ঝরা ফুল একেলা আমি।। 

এলে অবেলায় পথিক বেভুল
বিঁধিছে কাঁটা নাহি যাবে ফুল,
এলে অবেলায় পথিক বেভুল
বিঁধিছে কাঁটা নাহি যাবে ফুল,
কি দিয়ে বরণ করি ও চরণ 
নিভিছে জীবন, জীবন-স্বামী।

হারানো হিয়ার নিকুঞ্জ পথে 
কুড়াই ঝরা ফুল একেলা আমি,
তুমি কেন হায় আসিলে হেথায় 
সুখের স্বরগ হইতে নামি।
হারানো হিয়ার নিকুঞ্জ পথে 
কুড়াই ঝরা ফুল একেলা আমি।


Harano Hiyar Nikunjo Pothe-Lyrics In English:


Harano hiyar nikunjo pothe
Kurai jhora ful ekela ami
Tumi keno haay ashile hethay
Sukher sorobg hoite naami
Charidike mor uriche kebol
Shukano pata molin ful dol
Brithai keno haay tobo ankhijol
Chitao obirol dibos jami



Song Information:

গানের নাম : হারানো হিয়ার নিকুঞ্জ পথে শিল্পীর নাম : ফেরদৌস আরা
গীতিকার : কাজী নজরুল ইসলাম সুরকার : কাজী নজরুল ইসলাম


আরও নজরুলগীতির লিরিক্সঃ






Post a Comment

Previous Post Next Post