চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে
রাগ করো না সুন্দরী গো
রাগলে তোমায় লাগে আরো ভাল
সুন্দরী চলেছে একা পথে
মুখেতে গালি
মিঠা মিঠা হেঁয়ালি
যত খুশি গালাগালি কর
লাগে ভাল
আমাকে পাশে নিয়ে চল না
মিষ্টি করে তুমি বল না
তোমাকে যে আমি ভালবাসি
ও টাঙ্গাওয়ালী রাগ কর খালি
চাবুক রেখে আমার হাত ধর
সেই ভাল
একা একা এই পথে চলোনা
আর কারও নজরে পড়োনা
তাহলে যে মরে যাব আমি
Song: Chumki Choleche Eka Pothe
Cast: Wasim & Shabana
Singer: Khurshid Alam
Lyricist: Dewan Nazrul
Music: Alam Khan
Movie: Dost Dushmon
Director: Dewan Nazrul
Producer: Mir Enamul Karim Aman
Production: Jambs Production
Label: Anupam