Atta baje deri koris na-Movie Song Lyrcs (আটটা বাজে দেরি করিস না)

 

আটটা বাজে দেরি করিস না

 তিরিশ টাকা কেজি মাছ বাবু পেয়ে খাবে লো 

জল দিয়ে বেশি করিস না

আটটা বাজে দেরি করিস না।। 

রুপালি মাছের মত সরু পাহাড়ে 

কালো দিঘীর কালো জলে রুপের বাহারে 

তোর ভোরের সুরুয কপালে তোর সিঁদূর হয়ে যাবে লো

কারো দিকে নজর লাগাস না।। 

ইলিশ মাছের কাটা ভালো চিংড়ি মাছের টক 

সাত টাকাতে কিনবে লোকে গিলবে গবাগব

তোর কচি পোনা বেচেবেচে হাটে বেচা হবে গো 

কারো দিকে নজর লাগাস না।





কণ্ঠঃ বাসুদেব দাস বাউল [Singer: basudeb baul]

কথাঃ সংগৃহীত

সঙ্গীতঃ ইমন চৌধুরী [Imon chowdhury]

ছায়াছবিঃ হাওয়া [Movie: Hawa]

Post a Comment

Previous Post Next Post