তোমার বাড়ির রঙের মেলায়-Lyrics | Tomar Barir Ronger Melay | Bappa Majumdar

 

Bappa Majumder

তোমার বাড়ির রঙ্গের মেলায়

দেখেছিলাম বায়স্কোপ,
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা ।।

ডাইনে তোমার চাচার বাড়ী
বায়ের দিকে পুকুরঘাট,
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা ।।

অন্তরে থাক পদ্ম-গোলাপ
গদ্যে-পদ্যে আঁকছি মুখ
ঘুরতে ছিলাম রঙ্গের মেলায়
অপূর্ব সে তোমার চোখ,
অমন পলক ফেলতে তো কেউ পারেনা।।

তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ,
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা ।।

হঠাৎ তোমায় মন দিয়েছি
ফেরৎ চাইনি কোন দিন
মন কি তোমার হাতের নাটাই
তোমার কাছে আমার ঋণ,
মন হারালেও মনের মানুষ হারে না।।

তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা।।
ডাইনে তোমার চাচার বাড়ি
বায়ের দিকে পুকুরঘাট
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা ।। 
-----------------------------------
BIOSCOPE 
Bappa Majumdar
Sanjeeb Chowdhury

Post a Comment

Previous Post Next Post